এবার সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের অনেক দেশ পবিত্র রমজান মাসে কর্মীদের ওপর থেকে কাজের চাপ কমাতে প্রতি বছরই নানা উদ্যোগ নিয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কর্মঘণ্টা কমানো।
সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতের সব কর্মীদের জন্য প্রতিদিন কাজের সময় দুই ঘন্টা কমানোর ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। সোমবার (৪ মার্চ) এ ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
এদিকে, একইদিনে সরকারি খাতের কর্মীদের জন্য রমজান মাসে কাজের সময় নির্ধারণ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। প্রতি সোম থেকে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের কর্মীদের কাজের সময় হবে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর প্রতি সপ্তাহের শুক্রবার কাজের সময় হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
তবে কাজের ধরণ অনুযায়ী এ সময়সূচির পরিবর্তন হতে পারে। এছাড়া শর্তসাপেক্ষে প্রতি শুক্রবার ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দেয়া হবে বলেও জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post