কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে ৪ থেকে ৬ মার্চ পর্যন্ত দোহা আন্তর্জাতিক সমুদ্র প্রতিরক্ষা প্রদর্শনী চলবে। এতে অংশ নিতে এরই মধ্যে কাতারি বন্দর হামাদে প্রবেশ করেছে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ফ্রিগেট মার্শাল শাপোশনিকভ । সোমবার (৪ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা-রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ যুদ্ধ জাহাজকে স্বাগত জানিয়েছে আয়োজক দেশ কাতার। এসময় সেখানে কাতারে নিযুক্ত রুশ দূতাবাসের প্রতিনিধি ও কাতার নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, জানুয়ারিতে দক্ষিণ চীন সাগরে একটি সাবমেরিন-বিরোধী মহড়া পরিচালনা করে মার্শাল শাপোশনিকভ ডেস্ট্রয়ার।
রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের যুদ্ধজাহাজের মধ্যে নৌবহরের ফ্ল্যাগশিপ ভারিয়াগ ক্রুজার এবং মার্শাল শাপোশনিকভ ফ্রিগেট রয়েছে। এগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ দীর্ঘ দূরত্বের যাত্রার মধ্যে রয়েছে। জাহাজগুলো ২২ জানুয়ারি রাশিয়ার দূরপ্রাচ্যের ভ্লাদিভোস্টক বন্দর ছেড়ে যায়।
ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই বিশ্বকে বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে নিজেদের সক্ষমতার কথা জানিয়ে দিতেই রুশ যুদ্ধ জাহাজ এই মহড়া চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post