বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত ওমানের বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, বৃষ্টিকালীন বন্যা এবং ওয়াদির স্রোতে প্রাণ গেছে বেশ কয়েকজনের।
এসময় দক্ষিণ আল বাতিনাহর বারকাতে সর্বোচ্চ ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এছাড়া ইবরিতে ৭৫ মিমি, আল খাবুরায় ৭০ মিমি, ইয়ানকুলে ৬৪ মিমি, আল মুসান্নায় ৫২ এবং সোহারে ৪৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এই বৃষ্টিপাতের রেশ কাটিয়ে না উঠতেই ফের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে ওমানের আবহাওয়া বিভাগ। পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত আবারো লঘুচাপের প্রভাবে পড়বে ওমান। শুধু তাই নয়, ১ দিনের বিরতি দিয়ে শুক্রবার থেকে আবারও বিপর্যয় দেখা দিবে। এসময় বজ্রবৃষ্টি নিয়ে সবথেকে বেশি ঝুঁকির মধ্যে থাকবে মুসান্দাম, আল বাতিনাহ, আল বুরাইমি এবং উপকূলবর্তী অঞ্চলগুলো।
আপতকালীন সময়ে বড় রকমের ক্ষয়ক্ষতি এড়াতে সামনের দিনগুলোয় সবাইকে আবহাওয়া সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দিয়েছে সিভিল এভিয়েশন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post