পবিত্র রমজান মাসের ঠিক আগ মুহূর্তে ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দুবাই পুলিশ। পাশাপাশি ভিক্ষুকদের জন্য বিশেষ সতর্কবার্তাও জারি করা হয়েছে।
শনিবার ডেইলি জংগ জানায়, ভিক্ষার বিরুদ্ধে এই অভিযান শুরু হবে আগামী ১৩ এপ্রিল থেকে এবং এরপরও যারা ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকবে, তাদের প্রত্যেককে অন্তত ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে। একইসাথে ৩ মাস পর্যন্ত কারাদণ্ডও হতে পারে তাদের।
ওই প্রতিবেদনে আরো জানানো হয়, যারা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত এবং একইসাথে এতে অংশ নিতে বিদেশ থেকে লোক নিয়ে আসবে, তাদের ৬ মাসের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম জরিমানা করা হবে।
দুবাই পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ভিক্ষুকরা পবিত্র রমজান মাসে মানুষের সহানুভূতি, উদারতা এবং দাতব্যের সুযোগ নেয়। পুলিশ সেখানে ভিক্ষাবৃত্তি প্রথা বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এজন্য এই সতর্কতা।
ভিক্ষাবৃত্তি নিষেধাজ্ঞার আওতায় সকল সামাজিক যোগাযোগমাধ্যমও অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে অভাবীকে সাহায্য করার মিথ্যা দাবি করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post