আবারও বিমানবন্দর থেকে ৪৭ প্রবাসী বাংলাদেশিদেরকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। করোনার কারণে বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকায় অন্তত ৪৭ জন বাংলাদেশি স্বদেশে ফেরত যেতে বাধ্য হলেন।
এরমধ্যে মিলান থেকে চারজন এবং কাতারের দোহা থেকে বাকিদের ইতালি প্রবেশের সুযোগ দেয়া হয়নি। তবে, আইন অনুযায়ী সাধারণ স্টে পারমিট ধারীদের দেশে ফেরত পাঠানোর সুযোগ নেই বলে দাবি কমিউনিটি নেতাদের।
আরো পড়ুনঃ ইতালি যেতে আবেদন করবেন যেভাবে
এদিকে সংশ্লিষ্টরা বলছেন, ইতালিতে প্রবেশে সরকারি নির্দেশনা যথাযথভাবে বিমানবন্দরগুলোতে না পৌঁছানোর ফলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। ইতালির মিলানোর মালপেন্সা বিমানবন্দর থেকে ফেরত যাওয়া প্রবাসীরা এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। তারা বলেন, আমরা অনেক ভোগান্তিতে পরেছি। আমাদের সমস্যাগুলো সমাধান করার অনুরোধ করছি।
ওমানের লকডাউন বাড়ার সম্ভাবনা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post