দুবাইতে ভিসা সংকট নিয়ে বিপাকে পড়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। কোটি কোটি টাকা বিনিয়োগ করেও কর্মচারী নিয়োগ দিতে পারছে না তারা। ভিসা জটিলতা কাটিয়ে না উঠলে ব্যবসাটাই ঝুকির মুখে পড়বে বলেও মনে করেন এসব ব্যবসায়ী।
গত তিন বছরে বিশ্ব বিখ্যাত দুবাই গোল্ডসুকে রেকর্ড সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই গোল্ড মার্কেট ঘিরে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে তারা। সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশীদের জন্য ভিসানীতি পরিবর্তন করায় ভিসা সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। ফলে এই মার্কেটে বিনিয়োগকৃত জুয়েলেরী প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক ঝুকির মধ্যে পড়ে গেছে।
করোনা সংকট কাটিয়ে উঠার পর দুবাই গ্লোডসুকে জুয়েলারীর পাশাপাশি ছোট ছোট রিফাইনারি প্রতিষ্ঠানও গড়েছেন বাংলাদেশীরা। ভারত ও তুর্কির সাথে পাল্লা দিয়ে এখানে দেশীয় ব্র্যান্ডের জুয়েলারি ডিজাইন তৈরিতে সুনাম কুড়িয়েছেন। বাজারে বাংলাদেশী ডিজাইনের প্রতি গ্রাহকদের আকর্ষণ ও চাহিদা বাড়ছে। কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ছাড়া ভিসা না হওয়ায়, দেশীও স্বর্ণকারের অভাবে বাংলাদেশী বিনিয়োগকারীদের ছিটকে পড়ার আশঙ্কা। এই বিষয়ে বাংলাদেশ কন্সুলেটের কন্সাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন।
সংশ্লিষ্টরা জানান, আমিরাতে ভিসা নীতি পরিবর্তনের পেছনে বাংলাদেশীদের জাল সার্টিফিকেট দিয়ে ভিসা নেয়ার প্রবণতাই দায়ী। তবুও সংকট নিরসনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post