ভারতে আগামী মাস থেকে শুরু করতে যাচ্ছে বাংলাদেশসহ তিন প্রতিবেশি দেশ থেকে অনুপ্রবেশ করে বসবাসরত অবৈধ মুসলিমদের বের করে দেওয়ার প্রক্রিয়া। এতে অবৈধভাবে থাকা মুসলিম পরিবারগুলোর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
এদিকে, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর হলে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে অনুপ্রবেশ করা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈনসহ অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে এবং মানদণ্ডের বাইরে থাকা নিবন্ধনের সুযোগ বঞ্চিতদের বের করে দেওয়া হবে। এতে নিশ্চিত হুমকিতে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে, আইনের ধারাগুলো তৈরি হয়ে গেছে। নাম নথিভুক্ত করার অনলাইন পোর্টালও প্রস্তুত। অনলাইন নিবন্ধনে জানতে চাওয়া হবে, আবেদনকারী কবে ভারতে প্রবেশ করেছেন।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, লোকসভা নির্বাচনের অনেক আগে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হবে। ভারতের নির্বাচনী বিধি অনুযায়ী লোকসভা নির্বাচন হবে এ বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে। নরেন্দ্র মোদী সরকার ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিতর্কিত এই আইনটি পাস করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post