করোনা মোকাবেলায় ওমান সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে আজ অসংখ্য প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি। শনিবার ওমানের আল শারকিয়াহ অঞ্চল থেকে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে একদল প্রবাসীকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও ওমানের আল ওয়াস্তা নামক স্থান থেকে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করে গন জমায়েত হওয়ায় একদল প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ওমান সুপ্রিম কমিটির আইন অনুযায়ী দেশটিতে বর্তমানে একাধিক ব্যক্তি একত্রে হওয়া অনেক বড় অপরাধ হিসেবে ধরা হয়। আর এই অপরাধের সাজা হিসেবে ৫০০ থেকে ১০০০ ওমানি রিয়াল জরিমানার আইন রয়েছে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই লক্ষাধিক টাকার সমপরিমাণ। এ ছাড়াও দীর্ঘ মেয়াদী জেল এবং প্রবাসীদের ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়া হয় এবং অপরাধীদের নাম ও ছবি সহ জাতীয় মিডিয়াতে প্রকাশ করা হয়।
অপর এক ঘটনায় ওমানে অবৈধভাবে মাছ ধরার অপরাধে একাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছথেকে প্রায় ৩ হাজার ৪৫০ কেজি মাছ জব্দ করা হয়। এক বিবৃতিতে ওমানে সামুদ্রিক মাছ ধরার আইন মেনে চলার ও জীবিত জলজ সম্পদ রক্ষায় মাছ ধরার মৌসুমের বাইরে মাছ না ধরার আহ্বান জানিয়েছে ওমানের কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। সুত্রঃ ওমান ডেইলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post