বিজিবির সদস্যরা রোববার বিকেলে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে রহস্যময়ভাবে পরিত্যক্ত অবস্থায় এক কেজি সোনা উদ্ধার করেছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবির একটি টহল দল সামান্তা বাজারের বিল্লালের মোড় এলাকায় পৌঁছান এবং কাগজে মোড়ানো অবস্থায় সোনাগুলো উদ্ধার করেন।
মহেশপুর ৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবির সামান্তা টহল দল ঘটনাস্থলে যান। সেখানে কাগজে মোড়ানো অবস্থায় ওই সোনা পড়ে ছিল। এর কোনো মালিক পাওয়া যায়নি। বিজিবি সদস্যরা সোনাগুলো উদ্ধার করে নিয়ে আসেন। সোনার ওজন এক কেজি একশ ৭৫ গ্রাম।
উদ্ধার সোনা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ৫৮ বিজিবির অধিনায়ক এইচএম সালাহ উদ্দিন চৌধুরী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post