স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্য়াংক, ইউনিয়ন ব্যাংকের মতো বৃহৎ ব্যাংকগুলি ভারতে সোনা আমদানি করে। এছাড়াও MMTC, STC-র মাধ্যমেও সোনা আমদানি হয়। এই সমস্ত প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজার মূল্য অনুসারে সোনা আমদানি করে। ফলে বিশ্ব বাজারে সোনার দাম কমলে ভারতেও দাম কমে।
আবার বিশ্ব বাজারে সোনার দাম বাড়লে ভারতেও বাড়ে। ভারতের সবর্ত্র সোনার দাম এক এক নয়। কারণ, প্রতি শহরে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার উপরে কর এবং লেভি বিভিন্ন। এছাড়া স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সংগঠনগুলি সোনার দর স্থির করে, ফলে এক-একটা শহরে একেক রকম সোনার দাম। বলুন তো, ভারতের কোথায় সোওনার দাম সবচেয়ে কম?
দেশের মধ্যে কেরলে ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম সবচেয়ে কম। আবার মুম্বই এবং দিল্লির তুলনায় কর্নাটকের শহরগুলিতে সোনার দাম কম। বলা যায়, উত্তর এবং পশ্চিম ভারতের শহরগুলির তুলনায় দক্ষিণের শহরগুলিতে সোনার দাম কম। চাইলেই কি যে কোনও শহর থেকে ইচ্ছেমতো সোনা কেনা যেতে পারে? উত্তর হল, হ্যাঁ।
তবে ২ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা কেনার ক্ষেত্রে ক্রেতার প্যান কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক। দেশের সর্বত্রই এই নিয়ম প্রযোজ্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post