মিসরের উত্তরপূর্বাঞ্চলের আল-আরিশ বন্দরে নোঙর করা হয়েছে সংযুক্ত আরব ইমরাতের (ইউএই) ভাসমান হাসপাতালটি। অবরুদ্ধ উপত্যকাটিতে প্রায় ৫ মাস ধরে হামলা চালাচ্ছে। খাদ্য-ওষুধ ও চিকিৎসার সুযোগহীন গাজার ফিলিস্তিনি রোগীদের চিকিৎসা দিতে ১০০ শয্যার হাসপাতালটি পাঠিয়েছে ইউএই।
রোববার থেকে ভাসমান হাসাপাতালটিতে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। সূত্র: আনাদোলু
ইউএই’র বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, গাজার বাসিন্দাদের চিকিৎসা সহায়তা দেওয়ার লক্ষ্যে আমিরাত এ ভাসমান হাসপাতাল তৈরি করেছে। হাসপাতালটিতে রোগীদের ভর্তি করা হচ্ছে। হাসপাতালটিকে সব ধরণের চিকিৎসা সরঞ্জামে সুসজ্জিত করা হয়েছে। এতে ইনসেন্টিভ কেয়ার ইউনিট, রেডিওলজি ইউনিট, একটি ল্যাবরেটরি এবং ফার্মাসি রয়েছে।
হাসপাতালটিতে ডাক্তারসহ ১০০ সদস্যের মেডিকেল স্টাফ রয়েছে। ভাসমান হাসপাতালটি হল সাহারা হাসপাতালেরই সম্প্রসারণ। গত বছর ৩ ডিসেম্বর গাজায় এই হাসপাতালটি উদ্বোধন করা হয়েছিল। ভাসমান হাসপাতালটিতে মারাত্মক রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এতে একটি হেলিপ্যাড এবং একটি মেরিন বোট রয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস হামলা, তান্ডব ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। এতে অন্তত ২৯ হাজার ৬৯০ জন নিহত এবং প্রায় ৭০ হাজার আহত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post