১৯৭২ সালে অ্যাপোলো-১৭ মিশন ছিল যুক্তরাষ্ট্রের সবশেষ চন্দ্রাভিযান।এবার চন্দ্রাভিযানের নতুন রেকর্ড গড়লো যুক্তরাষ্ট্র। ৫০ বছর পর চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে মার্কিন চন্দ্রযান-অডিসিয়াস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মহাকাশ গবেষণা সংস্থা-নাসার বাইরে বেসরকারি ব্যবস্থাপনায় সফল চন্দ্রাভিযানের প্রথম নজির এটি।
রয়টার্স জানিয়েছে,টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান-ইনটুইটিভ মেশিনসের নিয়ন্ত্রণ কক্ষে স্থানীয় সময় ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চরম উদ্বেগ আর উৎকণ্ঠার অবসান হয়। সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-অডিসিয়াস। “ওডি” বা “আইএম-১” ডাকনামের রোবটটিকে চাঁদে মাটিতে স্থাপনে কয়েক মিনিট সময় লাগলেও কিছুক্ষণ পর থেকেই সেটি ইনটিউটিভ মেশিনসের নিয়ন্ত্রণ কক্ষে সংকেত পাঠাতে শুরু করে।
প্রতিষ্ঠানটির ফ্লাইট ডিরেক্টর টিম ক্রেইন এরই ঘোষণা দেন, “সন্দেহাতীতভাবে এখন আমরা নিশ্চিত করতে পারি, আমাদের যন্ত্রটি চাঁদের পিঠে পৌঁছেছে এবং আমরা সংকেত পাঠাতে পারছি।” এই ঘোষণার পরপরই উল্লসিত ইনটিউটিভ মেশিনসের কর্মীরা হাততালি দিয়ে ওঠেন।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার জন্য এই অভিযানটি গুরুত্বপূর্ণ। চাঁদে গবেষণা চালাতে ছয়টি বৈজ্ঞানিক যন্ত্র স্থাপনের জন্য ওডিসিয়াসে জায়গা কিনেছিল নাসা। ওডিসিয়াস চাঁদে অবতরণের পরপরই নাসার প্রশাসক বিল নেলসন ইনটিউটিভ মিশনসকে অভিনন্দন জানিয়ে এ ঘটনাকে বিজয় বলে অভিহিত করেছেন।
তিনি বলেছেন, চাঁদে ফিরেছে যুক্তরাষ্ট্র। আজ মানব ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এই অভিযান শুরু এবং নেতৃত্ব দিয়েছে। আজ সেই দিন, যা নাসার শক্তি এবং বাণিজ্যিক অংশীদারত্বের প্রমাণ দেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post