বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। বৃত্তির সুযোগ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়। দেশটির সৃজনশীল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ওয়াটারলু ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি প্রদান করবে।
বিশ্ববিদ্যালয়টি স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি অধ্যয়নের বৃত্তি প্রদান করবে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এটি উন্মুক্ত। বৃত্তির সংখ্যা নির্দিষ্ট নয়।
বৃত্তির পরিমাণ
স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য-এক মেয়াদি অধ্যয়নের অভিজ্ঞতার জন্য ২৫০০ ডলার বা ২ লাখ ৭৩ হাজার টাকা পর্যন্ত। এক মেয়াদি কাজ বা স্বেচ্ছাসেবক অভিজ্ঞতার জন্য ২৫০০ ডলার বা ২ লাখ ৭৩ হাজার থেকে ৫০০০ ডলার বা ৫ লাখ ৪৭ হাজার টাকা পর্যন্ত।দুই মেয়াদি কাজ বা স্বেচ্ছাসেবক অভিজ্ঞতার জন্য ১০০০০ ডলার বা ১০ লাখ ৯৪ হাজার টাকা পর্যন্ত।
স্নাতকোত্তর পর্যায়ের প্রতি শিক্ষার্থীকে মোট ১০০০০ ডলার অথবা ১০ লাখ ৯৪ হাজার টাকা প্রদান করা হবে। সর্বোচ্চ পাঁচ মেয়াদের জন্য প্রতি মেয়াদে ২৫০০ ডলার অথবা ২ লাখ ৭৩ হাজার টাকা প্রদান করা হবে।
আবেদন যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। বৈধ কানাডিয়ান স্টাডি পারমিটধারী হতে হবে। আইইএলটিএস ৬.৫ বা টুয়েফেল ৮০ নম্বরসহ ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে।
আবেদনের সময়সীমা
স্নাতক : ১৫ মার্চ, ১৫ জুলাই, ১৫ নভেম্বর। স্নাতকোত্তর বা পিএইচডি : প্রোগ্রাম অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া
শিক্ষার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তরের যে কোনো একটি প্রোগ্রামে ভর্তি হতে হবে। অনলাইনে আবেদন ও এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ঠিকানায় বা ইউনিভার্সিটি অব ওয়াটারলুর ওয়েবসাইটে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post