না বুঝে আর্থিক অনটনে কিংবা দালালের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়ে মাসুল দিচ্ছেন বাংলাদেশি নারী শ্রমিকরা। দেশের বিভিন্ন জেলার প্রায় ২ শতাধিক নারী শ্রমিক রিয়াদের জেলে আটক রয়েছেন। ভুক্তভোগী নারী শ্রমিকদের অভিযোগ, তারা সেখানে নির্যাতনের শিকার, কাউকে কাউকে বিক্রিও করে দেওয়া হচ্ছে। খাবার দেওয়া হচ্ছে না। বিনা চিকিৎসায় অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এ কারণে কয়েকজন মারাও গেছেন।
ভুক্তভোগীদের দাবী, ফিলিপাইন, পাকিস্তান ভারতসহ অন্য দেশের নারীদের সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশীরা দিনের পর দিন অমানুষিক নির্যাতনের শিকার হলেও কূটনৈতিকরা ততটা তৎপর নয়। অভিযোগ রয়েছে, অনেক সময় দেশে পাঠানোর কথা বলে উলটো নির্যাতনকারী কফিলের হাতেই তুলে দেওয়া হচ্ছে নারীদের। ভুক্তভোগীরা নির্যাতনের বর্ণনা করে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন।
তবে সৌদির বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, এগুলো কিছুটা জেলের মতন হলেও আসলে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি সেফহাউজ, নারী গৃহকর্মীরা বিভিন্ন মামলা ও পলাতক হয়ে এখানে আসে।
আর এবিষয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-সহকারী পরিচালক মালেকা বেগম। জাতীয় মানবাধিকার কমিশনেও তাদের উদ্ধারের জন্যে আবেদন করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post