ওমানে মহামারী করোনায় গতকালের তুলনায় আজও আক্রান্ত নিম্নমুখী। লকডাউনের পর থেকেই দেশটিতে আক্রান্ত দিনদিন কমছে। বৃহস্পতিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৫২০ জন। যা গতকালের তুলনায় আজ ৪৩ জন কম আক্রান্ত হয়েছে। তবে গতকালের চেয়ে আজ মৃত ২ জন বেড়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ২৯৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন মৃতের সংখ্যা ১০ জন। নতুন ১০ জনের মৃত সহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৭১ জন।
আরো পড়ুনঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার ওমান
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৭ জন এবং এখন পর্যন্ত ওমানের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন মোট ৫৫৬ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন ২১৬ জন। ১৪৭ জন রোগী বর্তমানে ভেন্টিলেটরে রয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post