ফিলিস্তিনে ভূখণ্ড দখল নিয়ে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) ইসরায়েলের বিচার চলছে। আজ এই বিচার কাজের দ্বিতীয় দিনের শুনানি অব্যাহত রয়েছে। তবে গাজায় চলমান গণহত্যা বন্ধে একই আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলার সঙ্গে এই শুনানির কোন যোগসূত্র নেই।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ (২১ ফেব্রুয়ারি) বুধবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এর সভাপতি নওয়াফ সালাম আদালতে এই শুনানির সভাপতিত্ব করছেন। ইসরায়েলের দখলদারি নিয়ে আজ আইসিজেতে যুক্তি তুলে ধরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বাংলাদেশসহ ৫০টিরও বেশি রাষ্ট্র এবং অন্তত ৩টি আন্তর্জাতিক সংস্থা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিচার কাজে তাদের যুক্তি প্রদান করবে।
শুনানির প্রথম দিনে ফিলিস্তিন প্রতিনিধিরা দেশটির পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদারিত্বের আইনি পরিণতি সম্পর্কে তাদের যুক্তি উপস্থাপন করেছেন। এই দখলকে অবৈধ উল্লেখ করে অবিলম্বে, নিঃশর্তভাবে এর পূর্ণ সমাপ্তি টানার দাবি জানায় তারা। ইসরায়েল শুনানিতে অংশ না নিলেও ৫ পৃষ্ঠার একটি লিখিত বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারা উত্থাপিত প্রশ্নগুলো পক্ষপাতদুষ্ট।
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন এবং ভূখণ্ড দখলের বিষয়টি পর্যালোচনা করার জন্য ২০২২ সালে আইসিজের প্রতি আহ্বান জানায় জাতিসংঘের সাধারণ পরিষদ। ওই আবেদনের প্রেক্ষিতেই এই শুনানি কার্যক্রম শুরু হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর যুক্তি শুনে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে কোন একটি নির্দেশনা প্রদান করবে আন্তর্জাতিক আদালত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post