শরীয়তপুরের নড়িয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল কাঠের দরজা ভেঙে কক্ষ থেকে শিশুসহ পরিবারকে জিম্মি এবং মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নড়িয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহ আলম মীরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে লড়িয়া থানা পুলিশ ঘটানাস্থল পরিদর্শন করেন।
প্রবাসী শাহ আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, প্রতিদিনের নেয় রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত দেড়টার দিকে হঠাৎ করে দরজা ভেঙে সাত, আট জন লোক আমাদের ঘরের ভিতর প্রবেশ করে। এ সময় তারা মারধর করে এবং সন্তানদের গলায় ছুরি ধরে আমাদের গলায় থাকা স্বর্ণালংকার নিয়ে যায়। পরে আলমারির চাবি চাইলে ভয়ে চাবি দিয়ে দেই, তারা আলমারি খুলে স্বর্ণ অলংকার নিয়ে যায়। পাশের আরেকটি রুমে আমার ননদ শোয়া ছিল সেখানেও ঢুকে তারা আরেকটি আলমারি ভেঙে স্বর্ণালংকার নিয়ে যায়।
ঘরে থাকা সর্বমোট ৯ ভরি স্বর্ণ এবং ২০ হাজার টাকা নিয়েছে ডাকাত দল। প্রায় এক ঘন্টা তারা আমাদের ঘরে এই ডাকাতি করে। যাওয়ার সময় বাহির থেকে তারা ঘরের ছিটকারি আটকে চলে যায়। তবে যারা ডাকাতি করতে এসেছে তাদের দেখলে আমরা চিনতে পারবো। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই অতী শীঘ্রই এসব ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার, নড়িয়া সার্কেল আহসান হাবীব বলেন, ডাকাতির ঘটনায় এখনো তারা কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে মামলা হবে এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিদর্শন করে এসেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post