র্যাবের হাতে গ্রাহকের সঞ্চয়কৃত ২০ কোটি টাকা আত্মসাৎ করে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে ডলফিন এনজিওর মালিক আব্দুর রাজ্জাকসহ ছয়জন আটক হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিব ফেরদৌস।
সংবাদ সম্মেলনে র্যাব জানান, নওগাঁ সদর উপজেলার ফতেপুর বাজারে ২০১৩ সালে ডলফিন নামে এনজিও খুলে গ্রামের সহজ সরল মানুষের কাছ অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আমানত সংগ্রহ করেন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। হঠাৎ করেই সংস্থাটির পরিচালক আব্দুর রাজ্জাক অফিসে তালা ঝুলে ৩০০ বেশি গ্রাহকের ২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এবং র্যাব-১১ এর গোয়েন্দা দল তাদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব বাসস্ট্যান্ড থেকে আব্দুর রাজ্জাককে আটক করেন। পরে রাজ্জাকের বোন, স্ত্রী, এনজিওর সভাপতি, ম্যানেজার ও ক্যাশিয়ারকে জেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রাজ্জাক স্বীকার করেন টাকা দুবাই পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post