কুয়েতিদের জন্য ভিসামুক্ত ভ্রমণের প্রস্তাব করার পরিকল্পনা করছে জাপান। পাশাপাশি কূটনীতিকদের জন্য ভিসা মওকুফের বিষয়টি এখন প্রক্রিয়াধীন। দেশটির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর অ্যারাবিয়ান নিউজ।
জাপানের রাষ্ট্রদূত মরিনো ইয়াসুনারি বলেন, ‘জাপান সরকার কুয়েতিদের জাপানে ভ্রমণের সুবিধার্থে বেশকিছু ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি বলেন, ‘আমরা অফিশিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারী তাদের ভিসা থেকে কুয়েত বাসীদের অব্যাহতি দেয়ার চেষ্টা করছি।’
রাষ্ট্রদূত মরিনো বলেন, ‘আমরা এরই মধ্যে কুয়েত সরকারের সঙ্গে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছি এবং চূড়ান্ত প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছি।’
পর্যটন ভিসা অফিশিয়াল ও কূটনৈতিক পাসপোর্টের অনুমোদন অনুসরণ করবে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত মরিনো বলেন, ‘অবশ্যই, এটি পরবর্তী পদক্ষেপ হবে। আমরা কুয়েত সরকারের সঙ্গে পরামর্শ করব কীভাবে জনগণের যাতায়াতকে আরো সহজ করা যায়।’
গত বছরে পাঁচ হাজারের বেশি কুয়েতের নাগরিক জাপান সফর করেছেন এবং দুই দেশের মধ্যে শিক্ষার্থী বিনিময় হয়েছে।
জাপান সম্রাটের জন্মদিন উপলক্ষে দূতাবাসের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী রাষ্ট্রদূত শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ।
রাষ্ট্রদূত মরিনো দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের প্রশংসা করেন এবং কুয়েত জাপান থেকে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে চায় বলে জানায়।
তিনি বলেন, ‘আমরা আমাদের উচ্চ মানের মানব পুঁজি এবং প্রতিযোগিতামূলক গবেষণা ও উন্নয়নে গর্বিত। জাপান ২০৩০ সালে কুয়েতে বিনিয়োগ ৬৬ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছনোর লক্ষ্য রাখছে।’
জাপানের ওসাকায় আসন্ন এক্সপো ২০২৫-এ অনুষ্ঠিত হতে আরো এক বছর দুই মাস বাকি বলে জানায় রাষ্ট্রদূত।
তিনি বলেন, ‘আমরা আশা করি, ২০২৫ সালের এক্সপো, যা ওসাকা ও কানসাই এলাকায় অনুষ্ঠিত হবে, শান্তি ও মানবজাতির আরো উন্নয়নে দেশ দুটির পারস্পরিক বোঝাপড়া, সম্প্রীতি ও সহযোগিতার গুরুত্ব পুনর্নিশ্চিত করার জন্য একটি যুগ সৃষ্টিকারী উপলক্ষ হবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post