পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যটন ভিত্তিক শীর্ষক প্রকল্প এলাকায় বিমানবন্দরের স্থান চিহ্নিত করতে প্রাথমিক পরিদর্শন করেছে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দলটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকা পরিদর্শন করে সম্ভব্য স্থান নির্ধারণ করেন।
দলটিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মো. জহিরুল ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপ সচিব, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, পরিচালক এটিএম বিভাগ বেবিচক প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রশাসন পরিচালক (বেবিচক) মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই এলাকায় ৩ হাজার একর ভূমিতে বিমানবন্দর নির্মাণ হতে পারে। তাই প্রাথমিক ভাবে এই প্রকল্পের পরিদর্শন করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post