সৌদি সরকার মসজিদুল হারামে ইবাদতকারীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বড় ব্যাগ এবং নির্দিষ্ট কিছু খাবার বহন নিষিদ্ধ করেছে। সম্প্রতি ওমরাহ ও হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ নিয়ম চালু করেছে মক্কার গ্র্যান্ড মসজিদ ব্যবস্থাপনা কমিটি।
মসজিদুল হারামের নিরাপত্তা বিভাগের তত্ত্বাবধায়ক সাইফ আল সালামি এ নিয়মের বিষয়ে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মসজিদুল হারামে আগত হজ ও ওমরাহ পালনকারীদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই মসজিদুল হারামে আগত মুসল্লিরা যেন নিরাপদ ও আরামদায়কভাবে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন। এ লক্ষ্যেই আমরা বড় ব্যাগ, সামানা ও কিছু নির্দিষ্ট খাবার বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছি।
নির্দিষ্ট খাবার বহনের বিষয়ে তিনি বলেন, মসজিদুল হারামের ভেতরে যে খাবারগুলো বহন করলে পরিবেশ নোংরা হওয়ার আশঙ্কা রয়েছে সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। যেমন, কফি ও পানি ছাড়া পানীয় জাতীয় খাবারের ব্যাগ, কাঁচা খাবার ইত্যাদি।
তিনি যুক্ত করেন, হজযাত্রীদের যাতায়াতে বিগ্ন ঘটায় এমন ব্যাগও নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে বড় ট্র্যাভেল ব্যাগ, আকারে বড় হওয়ার কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। জ্যাম তৈরি করে, তাই বড় ট্র্যাভেল ব্যাগও নিষিদ্ধ করা হয়েছে।নিষিদ্ধ বস্তুর তালিকায় রয়েছে ধারালো বস্তু, দাহ্য তরল পদার্থ, বড় ব্যাগ, ঝুড়ি ও ওয়াকার, চিলড্রেন স্টেলার ইত্যাদি।
এদিকে প্রবাসী ও নিজ দেশের নাগরিকদের জন্য হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, রোববার (১১ ফেব্রুয়ারি) থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ হাজি, নাগরিক এবং প্রবাসীদের জন্য ইলেকট্রনিক পদ্ধতি চালু করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া দ্রুত এবং সহজভাবে করার জন্য নিজেদের ওয়েবসাইট ও নুসুক অ্যাপের মাধ্যমে চূড়ান্ত করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এছাড়া এবার অভ্যন্তরীণ হাজি, নিজ নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমানো হয়েছে। এ বছর অভ্যন্তরীণ হাজিদের জন্য চারটি প্যাকেজ থাকবে। যার মধ্যে একটি হলো ‘কম খরচের’ প্যাকেজ। এই প্যাকেজটির মূল্য কমিয়ে ৩ হাজার ১৪৫ সৌদি রিয়াল করা হয়েছে’ যা বাংলাদেশি টাকায় ৯২ হাজার টাকা।
এছাড়া পবিত্র স্থানগুলোতে আল মাসেয়ার ট্রেন সার্ভিসের ভাড়া ৪০০ রিয়াল থেকে ৩০০ রিয়াল করা হয়েছে। তবে এ বিষয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post