ওমানের মাস্কাট বিমানবন্দরের মতো গতকাল (৮-অক্টোবর) থেকে সালালাহ বিমানবন্দরেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে করোনার পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষা। গত পহেলা অক্টোবর থেকে ওমানে বিমান চলাচল পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কমিটি। সিদ্ধান্তের পর ওমান বিমানবন্দরগুলি যাত্রীদের নিরাপত্তা ও বিমানবন্দরের কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে।
ওমান বিমানবন্দরের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, “বিমানবন্দরগুলিতে যাতায়াত পদ্ধতি ও স্ক্রিনিংয়ের প্রক্রিয়া সবার জন্য নিরাপদ করতে টার্মিনাল বিল্ডিং ও সুরক্ষা চেকপয়েন্টগুলিতে আরো নজরদারি বাড়ানো হয়েছে। ভ্রমণকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার জন্য বিভিন্ন উদ্যোগ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ওমানের সবাইকে ভ্যাকসিন নিতে অনুরোধ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post