মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন – বিজ্ঞান কল্পকাহিনীর পাতায় সীমাবদ্ধ থাকা এই ধারণাটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে ধনকুবের ইলন মাস্কের সাহসী পরিকল্পনার মাধ্যমে।
অসম্ভবকে সম্ভব করে তোলার খ্যাতিমান ইলন মাস্ক জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যেই তিনি মঙ্গল গ্রহে ১০ লাখ মানুষের বসবাসের ব্যবস্থা করবেন।
সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই পরিকল্পনার কথা জানান ইলন মাস্ক। লাল মাটির মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন করতে চান জানিয়ে বলেন, ‘এক সময় এই পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু মঙ্গলে মানুষ থাকতে পারবে দীর্ঘদিন।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এমন এক সময়ে ইলন মাস্ক এ কথা বললেন যখন তার প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের সক্ষমতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। মূলত সামাজিক মাধ্যমে তোলা এসব প্রশ্নের উত্তরেই মঙ্গলে বসতি স্থাপনের কথা জানান মাস্ক।
Starship is the largest rocket ever built and it’ll take us to Mars. pic.twitter.com/0Vixo02kfm
— Tesla Owners Silicon Valley (@teslaownersSV) February 11, 2024
টুইটে মাস্ক বলেন, “মঙ্গলে আমাদের উদ্দেশ্য সঠিকভাবে আমরা পূরণ করতে পারব। একদিন পরিস্থিতি এমন হবে, মঙ্গলে যাওয়া হয়ে যাবে পাশের দেশে ঘুরতে যাওয়ার মতো।” মঙ্গল গ্রহ নিয়ে এমন উচ্চাভিলাষী পরিকল্পনা অনেকদিন ধরেই জানিয়ে আসছেন মাস্ক। এবারের মন্তব্যের পর তার স্পেসএক্স কার্যক্রমে আরও গতি আনবে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহেই ইলন মাস্ক দাবি করেন, আগামী পাঁচ বছরের মধ্যে তার স্টারশিপ মঙ্গলে যেতে সক্ষম হবে। আর আগামী ৫০ বছরের মধ্যে মহাকাশে ঘুরতে পারবেন স্পেসএক্সের ক্রুরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post