পৃথিবীতে আল্লাহর ঘর হচ্ছে পবিত্র কাবা এবং খেয়াল করলে দেখা যাবে কাবার উপর দিয়ে কোন বিমান চলাচল করে না। অনেকে আবার বলে কাবার উপর দিয়ে কোন পাখিও উড়তে পারেনা।
পবিত্র কাবা শুধুমাত্র একটি স্থাপনা না, এটি পৃথিবীতে আল্লাহর ঘর। মাকারীর মতে কাবা প্রফেসর ইব্রাহিম আহমদ মাকারির মতে, কাবা বা বাইতুল্লাহ থেকে আলো নির্গত হয়। যা সরাসরি আকাশে থাকা বায়তুল মাকমুর পর্যন্ত যায়। তার মতে কাবার উপর দিয়ে কোন বিমান চলাচল করতে পারে না। কারণ মক্কায় কোন এয়ারপোর্ট নেই। কিন্তু প্রতি বছর যে শহরের লক্ষ লক্ষ মুসলিম হজ বা ওমরা পালন করতে চায় সেখানে এয়ারপোর্ট কেন নেই?
প্রফেসর ইব্রাহিম আরো বলেন, কাবার অবস্থান পৃথিবীর একেবারে মাঝ বিন্দুতে। একটি বিশ্ব মানচিত্রকে যেভাবেই দেখা হোক না কেন কাবা থাকবে মানচিত্রের কেন্দ্রে। পৃথিবীর একটি অভিকর্ষ বল ও একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে। আর কোন
গোলাকার বস্তুর কেন্দ্রে অভিকর্ষক বল সবচেয়ে বেশি কাজ করে এবং কেন্দ্র হয় চৌম্বক তরঙ্গের হাফ, আর এইসব কারনেই কোন বিমান কাবার উপর দিয়ে উড়তে চাইলে সেগুলো ভয়াবহ টার্বুল্যান্সে পড়বে। বেশ কিছু বিজ্ঞানী তার এই মতবাদ সমর্থনও করেছেন।
আরো একটি মতবাদ রয়েছে, যারা প্রফেসর ইব্রাহিমের মতবাদ বিশ্বাস করেন না তাদের মতে, কাবার উপর দিয়ে বিমান চলাচল করে না কারণ কাবা একটি নন ফ্লাইং জোন অর্থাৎ সৌদি সরকার এ অঞ্চলের উপর দিয়ে কোন বাণিজ্যিক বিমান চলাচলের অনুমতি দেয় না।
যখন ফ্রান্সের ন্যাশনাল লিইউনিয়ন অব এয়ারলাইন পাইলট সৌদি সরকার কে প্রশ্ন করেছিল কেন কাবার উপর দিয়ে বিমান উঠতে দেয়া হয় না তখন সৌদি সরকার বলেছিল যেহেতু এটি মুসলমানদের জন্য একটি ধর্মীয় গুরুত্ব ও পবিত্রতম স্থান তাই সেই বিশ্বাস থেকে কাবার উপর দিয়ে কোন বাণিজ্যিক বিমান উড়ার অনুমতি দেয়া হয় না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post