সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে পাবনার ভাঙ্গুড়ার ৭০ বছর বয়সী আব্দুল জলিল নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মক্কার কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আব্দুল জলিলের বড় ছেলে মিজানুর রহমান।
মৃত আব্দুল জলিলের বাড়ি উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা গ্রামে। তিনি পার্শ্ববর্তী চাটমোহর এনায়েতুল্লাহ ইসলামীয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।
পরিবারের লোকজন জানান, গত ২ ফেব্রুয়ারি ওমরাহ হজ পালনের উদ্দেশে স্ত্রীসহ সৌদি আরবে যান আব্দুল জলিল। গত শুক্রবার সকালে মক্কা শরীফে ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ আব্দুল জলিল অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে স্থানীয় কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিজানুর রহমান বলেন, মা-বাবা একসঙ্গে ওমরাহ হজ পালন করতে গিয়েছিলেন। চলতি মাসেই দেশে তাদের ফেরার কথা ছিল। কিন্তু তা আর হলো না। বাবা ওমরাহ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন। বাবার দাফন পবিত্র মক্কা নগরীতে করা হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post