শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক আন্তরিক অনুষ্ঠানে শতাধিক প্রবাসীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। দেশের বাইরে থেকে নিজ এলাকার উন্নয়নে অবদান রাখার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলীনগর ইউনিয়নের বর্তমান পরিষদের দুই বছর পূর্তি উপলক্ষে এই সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই কার্যক্রমের উদ্যোগ নেন বর্তমান ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক।
আলীনগর ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মনির ও যুবনেতা নাজমুস শাকির চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু।ইউপি সদস্য মাওলানা জুবায়ের আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন আজাদ চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা আজাদ চৌধুরী এমবিই, এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মনজুরুছ সামাদ চৌধুরী মামুন, যুক্তরাজ্যের বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি আলহাজ কবির উদ্দিন, হান্নান হুসেন, লোকমান হুসেন, সুহেল আহমদ, এনামুল হক, শাহজাহান কবির, জাকির আজিজ চৌধুরী, আলীনগর ইউনিয়নের বিট অফিসার এসআই মোফাফখারুল ইসলাম, ময়নুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল আহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ছালেহ আহমদ, খালিকুল ইসলাম চৌধুরী বাবু, আব্দুল মুমিত সুমন, হেলাল আহমদ, সৈয়দ মনসুরুল হাসান, নজমুল ইসলাম, সালেহ আহমদ, শিক্ষক রোমান আহমদ, আলী আকবর সাইস্তা প্রমুখ।
বক্তারা প্রবাসীদের এমন সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের জন্যে আলীনগর ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান, এবং এইধরনের উদ্যোগ প্রবাসীদের স্বদেশে স্বীকৃতি হিসেবে মন্তব্য করেন।
তারা বলেন, প্রবাসীদের বলা হয় রেমিট্যান্স যোদ্ধা, কিন্তু এই রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিনিয়ত বিশেষ করে বিমানবন্দরে হয়রানির শিকার হতে হয়। এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের কাছে দেশে ফেরার সময়ে তারা হয়রানির মুখে পড়েন। তারা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন।অনুষ্ঠানে আলীনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শতাধিক প্রবাসীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post