ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার একটি চমকপ্রদ পদক্ষেপে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এই পরিবর্তন ইয়েমেনের রাজনৈতিক দৃশ্যপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। মুবারক একজন অভিজ্ঞ কূটনীতিক এবং তার নিয়োগ দেশটির চলমান সংকটের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিন মুবারক এমন সময় মইন আবুদুলমালিক সাইদের স্থলাভিষিক্ত হলেন, যখন ইয়েমেনে উত্তেজনা চলছে। গাজায় হামলার প্রতিবাদে ও তাদের প্রতি সমর্থন জানাতে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের ৩৬ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল সোমবার (৫ ফেব্রুয়ারি) জারি করা এক অধ্যাদেশে বলেছে, বিদায়ী প্রধানমন্ত্রী মইন আবুদুলমালিক সাইদ প্রেসিডেন্টের উপদেষ্টা পদে নিয়োগ পাবেন। তবে এই পরিবর্তনের কোনো কারণ জানায়নি কাউন্সিল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইয়েমেনের সাবেক রাষ্ট্রদূত বিন মুবারককে হুতি বিদ্রোহীদের কট্টর বিরোধী হিসেবে দেখা হয়।
ইয়েমেনের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্বপালনকালে সে সময়ের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব ছিল মুবারকের। ২০১৫ সালে হুতিরা অপহরণ করার পর তিনি আলোচনায় আসেন। ২০১৮ সালে জাতিসংঘে ইয়েমেনের দূত হিসেবেও নিয়োগ পান বিন মুবারক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post