‘বিমান ঢাকা ট্রাভেল মার্ট-২০২৪’-এ সাকিবের ঝলক! বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান ‘বিমান ঢাকা ট্রাভেল মার্ট-২০২৪’-এ বিমানের স্টল পরিদর্শন করবেন।
এ সময় তিনি বিমানের স্টলে উপস্থিত হয়ে বিমান সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও ব্র্যান্ডিং বিউটিফুল বাংলাদেশ উইথ বিমান ক্যাম্পেইনে অংশ নেবেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ স্টল পরিদর্শন করবেন।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট- ২০২৪’।
আন্তর্জাতিক পর্যটন মেলার ১৯তম আসরটি ৮ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা দা বাংলাদেশ মনিটর মেলাটির আয়োজন করছে।
উল্লেখ্য, এবারের ঢাকা ট্রাভেল মার্টে দেশি-বিদেশি প্রায় ৭০টি সংস্থা ও প্রতিষ্ঠান ১০০টি বুথ এবং প্যাভিলিয়ন তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। ভিজিটররা মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্যাকেজ ও মূল্যছাড় পাবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post