সৌদি আরব বিশ্বের অন্যতম বড় পর্যটন গন্তব্য হয়ে উঠছে। গত বছর ২ কোটি ৭০ লাখ পর্যটক বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরব ভ্রমণ করেছেন।
সৌদি সরকার গত কয়েক বছর ধরে দেশটিকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে সৌদি আরব দ্রুত জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। সৌদি আরবে গত বছর পর্যটকের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে ৭ কোটি ৭ লাখ ছিলেন স্থানীয় পর্যটক।
দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব গত বুধবার (০৭ ফেব্রুয়ারি) একটি অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তাদের লক্ষ্য ছিল ১০ কোটি পর্যটকের লক্ষ্যমাত্রা পূরণ করা। সেই লক্ষ্য তারা অর্জন করতে সক্ষম হয়েছেন।
সৌদি মন্ত্রী আরও জানান, ২০৩০ সাল থেকে প্রতি বছর ১৫ কোটি পর্যটক যেন নির্বিঘ্নে সৌদিআরব ঘুরতে পারেন সে ব্যবস্থা করছেন তারা। যার মধ্যে বিদেশি পর্যটকই থাকবে ৭ কোটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post