সৌদি আরবে অবস্থানরত প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশির জন্য পাসপোর্ট সরবরাহ ব্যবস্থা উন্নত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রিয়াদে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে তিনি দূতাবাস কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী বলেন, “সঠিক সময়ে পাসপোর্ট সরবরাহ নিশ্চিত করা প্রবাসীদের একটি মৌলিক অধিকার।” তিনি দূতাবাস কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে দ্রুততম সময়ে পাসপোর্ট প্রসেসিংয়ের ব্যবস্থা করা হয় এবং প্রবাসীদের ভোগান্তি কমানোর জন্য সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়।
সৌদিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স শোতে অংশ নিতে সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে বর্তমানে সেখানে অবস্থান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত ৪ ফেব্রুয়ারি ওই শো শুরু হয়েছে এবং তা শেষ হবে আজ (৮ ফেব্রুয়ারি)। তিনি সেখানে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন।
ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শন শেষে মন্ত্রী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসও পরিদর্শন করেন। জেদ্দা কনস্যুলেট অফিস পরিদর্শনকালে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু জানিয়েছেন, সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র উমরা পালন করবেন এবং মদিনায় হযরত মোহাম্মদ (স.) এর পবিত্র রওজা মুবারক জিয়ারত করে ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post