ওমান এয়ারের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ভুয়া অ্যাকাউন্ট খুলেছে দুষ্কৃতকারীরা। এগুলোর মাধ্যমে ভুয়া অফারসহ নানা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। এসব পেজ ও গ্রুপগুলোর ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওমানের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিষেবা সংস্থাটি।
ওমান এয়ারের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ওমান এয়ার পরিচয়ে বিভিন্ন চক্র ফ্রি টিকিট এবং বিশাল ডিসকাউন্টের ভুয়া ক্যাম্পেইন চালাচ্ছে। অথচ এধরণের অফার সম্পূর্ণ ভুয়া। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
ওমান এয়ার জানিয়েছে, তাদের অ্যাকাউন্টগুলো অফিশিয়ালি ভেরিফায়েড এবং কোনো ধরণের আন অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে টিকেট ছাড়ের বিজ্ঞাপন দেয়া হয়না। তাই এসব ভুয়া বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ব্যক্তিগত তথ্য প্রদান কিংবা পেমেন্ট করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। এছাড়া সন্দেহজনক অফার পেলে সে বিষয়ে যাচাই বাছাইয়ের পরামর্শ দিয়েছে ওমান এয়ার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post