ওমানে মায়ের মৃত্যুর শোক আর কাজের দুশ্চিন্তায় অসুস্থ হয়ে ইব্রাহীম খলিল নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯ টায় সুরের বদর আল সামা হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার ১৫ দিন আগে মা হারা হন সাপ্লাই কোম্পানিতে কাজ করা প্রবাসী ইব্রাহিম।
এরপরে কোম্পানি থেকে ছাঁটাই করে তাকে অন্য কোথাও চাকরি খুঁজতে বলা হয়। এসব দুশ্চিন্তা আর কাটিয়ে উঠতে পারেননি ১২ বছর আগে ওমান আসা এই প্রবাসী। সে নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাদুপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।
জানা গেছে, পারিবারিক জীবনে ইব্রাহিম এক পুত্র সন্তানের বাবা। ১০ মাস আগে একমাত্র ছেলের জন্ম হয়, কিন্তু নিজ সন্তানকে দেখারও আর সুযোগ পেলেন না এই অভাগা প্রবাসী। বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে আসেন বড়ভাই আব্দুল আজিজ। তবে ডাক্তারের অপেক্ষা করতে করতেই নিস্তব্ধ হয়ে যায় সে। ইব্রাহিমের কোম্পানির ভারতীয় ম্যানেজার তার মরদেহ দেশে পাঠাতে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ঘটনাস্থলে থাকা বাংলাদেশি ও সহকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, অল্প বেতনের সাপ্লাই কম্পানির চাকরী করে দেশে তেমন কিছুই করতে পারেনি ইব্রাহিম। এখন তার সন্তান ও পরিবার কিভাবে চলবে তা ভেবেই দিশেহারা সবাই। এমন অবস্থায় সরকার ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে পরিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post