বাংলাদেশ ও ভারতের দুই বাংলায় তিনি সমান জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। অভিনয় জীবনের শুরু থেকেই তিনি দর্শকদের মন জয় করে এসেছেন। চলছে ফেব্রুয়ারি, ভালোবাসার মাস। এ মাসেই ভ্যালেন্টাইন’স উইক। ঠিক এমন মুহূর্তেই মাঝ আকাশে বিমানের মধ্যে ভালোবাসার চিঠি পেলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘তোমাদের এই ভালোবাসা আমার মন ছুঁয়ে ফেলেছে। এটা সত্যিই দারুণ একটা মুহূর্ত ছিল। বিশেষ ধন্যবাদ প্রাপ্য রাশমি ও রিজার।
রাশমি ও রিজা নামের ওই দুই বিমানবালা চিঠিতে লিখেছেন, মিস ব্যানার্জি আজকের এই যাত্রায় আপনাকে পেয়ে আমরা রোমাঞ্চিত। এত সুন্দর একটা মানুষ যিনি হাজার হাজার মানুষের অনুপ্রেরণা তার দেখা পেয়ে সত্যিই কৃতজ্ঞ। বিমানের সমস্ত কর্মীর পক্ষ থেকে ভালোবাসাও জানানো হয় তাকে।
অভিনেত্রী সুযোগ পেলেই বেড়াতে যান। কখনও তার কাছের কিছু বন্ধুদের সঙ্গে, কখনও আবার ছেলের সঙ্গে। কয়েকদিন আগেই ১ দিনের ছুটিতে বন্ধুদের সঙ্গে মায়াপুর ঘুরে এসেছেন রচনা ব্যানার্জী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post