জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আবদুর রহমান আল থানি ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের তহবিল বন্ধের বিরুদ্ধে সতর্ক করেছেন। তাদের আশঙ্কা, এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে বিরূপ প্রভাব পড়তে পারে।
রোববার (৪ ফেব্রুয়ারি) নিউইয়র্কে অনুষ্ঠিত এক আলোচনায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। ফিলিস্তিনভিত্তিক গণমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর তহবিল বন্ধ হলে মধ্যপ্রাচ্যে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এতে আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট হবে।
এ সময় তিনি জাতিসংঘের ত্রাণ তহবিল চালু রাখার জন্য জোরালো আহ্বান জানান। একইসাথে তিনি গাজা, পশ্চিমতীর, জর্ডান, সিরিয়া ও লেবাননজুড়ে লক্ষাধিক ফিলিস্তিনি উদ্বাস্তুদের সমর্থনে ইউএনআরডব্লিউএ-এর অপরিহার্য অবদান তুলে ধরেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post