সম্প্রতি শারজায় হওয়া ওয়াচ অ্যান্ড জুয়েলারি মিডল ইস্ট শো (ডব্লিউজেএমইএস)-এর ৫৩তম আসরে দর্শকদের মন ছুঁয়ে গেছে স্বর্ণের অসাধারণ সব নিদর্শন। ৮ লাখ ১৭ হাজার ডলারের স্কুটার থেকে শুরু করে ৩ লাখ ৫৪ হাজার ডলারের আমিরাতি পোশাক অবধি শোভা পেয়েছে প্রদর্শনীতে।
শারজা এক্সপো সেন্টারে আয়োজিত এ প্রদর্শনী দর্শককে করে দিয়েছে বিশাল শিল্পসংগ্রহ দেখার সুযোগ। ছিল চমকপ্রদ ও দুর্লভ স্বর্ণের জিনিসপত্র। আরব ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত সামগ্রী রাখা হয়েছে প্রদর্শনীর সামনের সারিতে। একই কাতারে স্থান পায় বিদেশী ও অত্যাধুনিক নকশার শিল্পদ্রব্য। সর্বোচ্চ মানের স্বর্ণের অলংকার, ডায়মন্ড বিপণনকারীসহ সব মিলিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক ৫০০-এর মতো প্রতিষ্ঠান যুক্ত ছিল প্রদর্শনীতে।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য থেকে অনুপ্রাণিত দীর্ঘ পোশাকটি। সম্পূর্ণ স্বর্ণে বোনা এ পোশাকের দৈর্ঘ্য ২ দশমিক ২ মিটার। পাশাপাশি ছিল ২৪ ক্যারেট স্বর্ণে নির্মিত মিসরীয় শিল্পসামগ্রী, যার দাম ১০ লাখ ডলার।
এছাড়া ২৪ ক্যারেট স্বর্ণে নির্মিত স্কুটার ও বাইসাইকেলের দাম ৩০ লাখ ডলার। চোখ ধাঁধানো বিচিত্র স্বর্ণের কারুকাজ দর্শকের মনোযোগ কেড়েছে। ঐতিহ্য ও ইতিহাস হাত ধরাধরি করেছিল পুরো আয়োজনে। জুয়েলারি, জেমস্টোন ও মুক্তার পসরা সাজিয়েছিলেন ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের ব্যবসায়ীরা। শুধু ইতালিয়ান প্যাভিলিয়নেই অংশ নিয়েছে ৪১টি প্রতিষ্ঠান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post