প্রবাস জীবনে হাড়ভাঙ্গা পরিশ্রমে উপার্জন করা লাখ লাখ টাকা দেশে পাঠিয়েছেন নেপাল চন্দ্র কাপাশিয়া। দেশে ফিরে সেই টাকার হিসেব চাইলে প্রবাসী ও তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছে প্রবাসীর বড় ভাই দুলাল কাপাশিয়া। থানায় মামলা করলেও প্রতিকার মিলছে না। একমাত্র শিশু সন্তানকে নিয়ে বিচারের আশায় ওই প্রবাসী এখন পথে পথে ঘুরছেন।
রোববার এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এর বিচার দাবি করেন নেপাল। শহরের মুজিব সড়কের পাশে স্থানীয় একটি সংবাদপত্র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তার স্ত্রী ইতি লতা মন্ডল ও ৪ বছরের সন্তান চিত্র কাপাশিয়া উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নেপাল চন্দ্র জানান, ভাগ্য ফেরানোর আশায় ১৯৯৪ সালে তিনি মালয়েশিয়া যান। বিদেশ থেকে উপার্জনের টাকা দেশে থাকা বড় ভাই দুলাল কাপাশিয়ার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন। ২০১৪ সালে তিনি বিয়ে করেন। মাঝখানে ৬ বছর দেশে থেকে আবার বিদেশে যান। ২০১৭ সালে দেশে ফিরেন।
এরপর বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব চাইলে শুরু হয় বিবাদ। এলাকার চেয়ারম্যান ও স্থানীয়রা এ নিয়ে একাধিকবার সালিশ মীমাংসাও করে। সেখানে সর্বশেষ দুলালকে অনুরোধ জানানো হয় কমপক্ষে পাঁচ লাখ টাকা ফেরত দিতে। সেই টাকাও আর দেননি। এরপর ওই টাকা চাইতে গেলে প্রবাসীর উপর হামলা হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post