পর্যটন শিল্পের প্রসার ঘটিয়ে অর্থনীতির চাকা ঘুরাতে ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা চালু করছে ইরান। সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এই পদক্ষেপ গ্রহণ করে ইতিবাচক ফলাফল পেয়েছে। ইরানও এই নীতির মাধ্যমে পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচনের আশা করছে। এবার একই ধরনের উদ্যোগ নিয়েছে পারস্য উপসাগর তীরের দেশ ইরান।
পর্যটন খাতে আয় বাড়াতে ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে ২৮টি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা দিচ্ছে ইরান। রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে ইরানে প্রবেশ করতে পারবেন এসব দেশের নাগরিকরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তবে জানা গেছে, এ সুবিধা শুধু আকাশপথে ইরানে প্রবেশকারীদের জন্য প্রযোজ্য হবে। স্থল সীমান্ত দিয়ে আসা যাত্রীদের ভিসা করেই ইরানে প্রবেশ করতে হবে।
প্রতিবেদন অনুসারে, ভিসা ছাড়া ইরানে প্রবেশের সুবিধা পাওয়া দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কিউবা, ভিয়েতনাম, কম্বোডিয়া, ব্রুনাই, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিউনিসিয়া, তানজানিয়া, মৌরিতানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সেশেলস, ব্রাজিল, মেক্সিকো, পেরু, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও বেলারুশ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার, সংসদীয় ও প্রবাসী বিষয়ক ডেপুটি আলি রেজা বিগদেলি জানিয়েছেন, তালিকায় থাকা দেশের নাগরিকরা পর্যটক হিসেবে ইরান ভ্রমণে এলে তাদের ভিসার প্রয়োজন পড়বে না। এ ভ্রমণ সুবিধা ৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। মন্ত্রিসভার নির্বাহী আদেশে ইরান সরকার নতুন এ ভিসানীতি গ্রহণ করেছে বলে জানান তিনি। আলি রেজা জানান, ভারতীয় নাগরিকরা এখন থেকে বিমানে পৌঁছালে ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। তবে স্থলপথে গেলে ভিসা করতে হবে তাদের।
এর আগে, ভিসা ছাড়া বিশ্বের ৩৩টি দেশের নাগরিকদের ইরান ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছিল ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি (ইসনা)। ইসনার বরাত দিয়ে গত ১৪ ডিসেম্বর এ তথ্য জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post