ঝাঁসি রানি স্যামুয়েল নামের এক তরুণী সম্প্রতি দিল্লির একটি বিলাসবহুল হোটেলে ১৫ দিন অতিবাহিত করেছেন। এই সময়ে তিনি হোটেলের স্পা-তে বিভিন্ন সেবা গ্রহণ করেন এবং তার মোট বিল দাঁড়ায় ৫ লাখ ৮৮ হাজার ১৭৬ টাকা, যার মধ্যে স্পা সেবার জন্য খরচ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৭০৮ টাকা। এ পর্যন্ত ঠিকই ছিল, বিপত্তি বাধে বিল দিতে গেলে।
বিল পেমেন্ট নেওয়ার সময় বার বার ব্যাংক কার্ড বাতিল হলে ঘুম ভাঙে হোটেল কর্তৃপক্ষের। তাদের সন্দেহ হলে তারা খোঁজ নিয়ে জানতে পারে ওই একাউন্টে পর্যাপ্ত টাকা নেই। শুধু তাই নয়, এতে আছে মাত্র ৪১ টাকা! ততক্ষণে পালানোর চেষ্টা করেছিলেন ওই তরুণী। পরে তা আর পারেননি।
দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, সম্প্রতি দিল্লি বিমানবন্দরের কাছে একটি বিলাসবহুল হোটেলে ওঠেন ওই তরুণী। অভিযুক্ত তরুণীর নাম ঝাঁসি রানি স্যামুয়েল। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ইশা দাভে নামে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে হোটেলের উঠেন। সেখানে স্পা পরিষেবা নেন। যার বিল হয় ২ লাখ ১১ হাজার ৭০৮ টাকা।
পাশাপাশি ১৫ দিন হোটেলে কাটানোর পর মোট ৫ লাখ ৮৮ হাজার ১৭৬ টাকার বিল হয় তরুণীর। মোটা অঙ্কের ওই বিল মেটাতে গিয়েই ধরা পড়েন তিনি। তার ব্যাংক একাউন্টে রয়েছে মাত্র ৪১ টাকা। হোটেল কর্তৃপক্ষের অভিযোগে তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জেরা করা হচ্ছে।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তরুণী দাবি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে হোটেল উঠেন। এমনকি তার স্বামীও একই পেশার সঙ্গে যুক্ত বলে জানান। তবে সত্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post