মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেরাক রাজ্যের বিদোর ডিটেনশন ক্যাম্পের ভেতরে দাঙ্গার পর ১৩০ জন প্রবাসী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এরপর শনিবার সন্ধ্যায় স্থানীয় বনাঞ্চল ও অন্যান্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
পেরাকের পুলিশ প্রধান মোহাম্মদ ইউসরি হাসান বসরি জানান, জনসাধারণের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান শুরু করে পুলিশ। এ পর্যন্ত মোট ৩৯ জনকে আটক করা হয়েছে। তাদের বর্তমানে তাপাহ জেলা পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের ধারণা, বিদোর ডিটেনশন ক্যাম্পের ভেতরে দাঙ্গার পর সেখান থেকে পালিয়ে যাওয়া বাকি ৯১ জন বিদেশি এখনও গ্রাম এলাকায় লুকিয়ে রয়েছে। এছাড়া কেউ কেউ তাপাহ ও বিদোরের আশপাশের জঙ্গলে রয়েছে। খুব শিগগির তাদের আটক করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা ইউসরি।
এক বিবৃতিতে জানানো হয়েছে, আটক ৩৯ জনের মধ্যে ২ জন বাংলাদেশি নাগরিকও রয়েছে। পেরাক রাজ্যের বিদোর ডিটেনশন ক্যাম্পের ভেতরে দাঙ্গার পর পালিয়ে যাওয়া বিদেশির মধ্যে জাতিগত রোহিঙ্গা, মিয়ানমারের নাগরিক এবং বাংলাদেশি রয়েছেন। তবে গ্রেপ্তারের পর একজন পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা যান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post