মাস্কাট ফিল্ড হাসপাতালের পর এবার ওমানের সোহারে একটি প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। শেখ সাইফ বিন হামিয়ার বিন আল শেহির পৃষ্ঠপোষকতায় করোনা রোগীদের জন্য এই প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারটি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির উত্তর আল বাতিনা স্বাস্থ্য অধিদপ্তর। এতে সহায়তা করেছেন উত্তর আল বাতিনা প্রদেশের গভর্নর ও ভেল ওমান কোম্পানি। করোনা রোগীদের জন্য নতুন এই সেন্টারটিতে প্রযুক্তি দিয়ে সজ্জিত করা হয়েছে। কেন্দ্রে বেশ কয়েকটি আইসোলশন কক্ষ, বহিরাগত ক্লিনিক এবং পরীক্ষাগার রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওমানে নতুন আইন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post