স্পাইস জেটের একটি বিমান ছাড়তে দেরি করায় বিক্ষোভ দেখান যাত্রীরা। এদিন সকালে কলকাতা থেকে তাজপুর যাওয়ার একটি বিমান ছাড়তে দেরি করে। বিমানের যান্ত্রিক ত্রুটি থাকার কারণে বিমান ছাড়তে দেরি হয়। বারবার বিমানের ছাড়ার টাইম বদল করা হয়। সেই কারণে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিশৃঙ্খলা তৈরি হয় বিমানবন্দরে।
কলকাতা বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ। কলকাতা থেকে তেজপুরগামী বিমান যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে দেরিতে ছাড়ে। একাধিকবার বিমান যাত্রায় বিলম্ব ঘটায় যাত্রী বিক্ষোভ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দরে।
বিমানবন্দর সূত্র মারফত খবর, রবিবার সকালে একটি বিমান সংস্থার এসজি ২৯৬৬ বিমান সকাল আটটা পাঁচে তেজপুরের উদ্দেশ্যে প্রস্তানের সময় ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে সাড়ে দশটায় ছাড়ার কথা বলা হয়। এরপরেও সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটি ছাড়তে বিলম্বিত হবে। সেক্ষেত্রে বিমানটি কলকাতা থেকে দুপুর একটায় তেজপুরের উদ্দেশ্যে পাড়ি দেবে বলে জানিয়ে দেওয়া হয়।
বারবার বিমানের যাত্রা পিছিয়ে দেওয়ার কারণে যাত্রীদের মধ্যে তৈরি হয় ক্ষোভ। সংশ্লিষ্ট বিমানের যাত্রীরা বিক্ষোভ শুরু করেন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীরা ১০৪ নম্বর গেটের সামনে ক্ষোভ উগড়ে দেয় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কর্মীদের উপর। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে না পারায় এছাড়াও তেজপুর থেকে দুই যাত্রীর কানেক্টিং ফ্লাইট ধরে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, সেই কারণে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী বিক্ষোভ শুরু হয়।
বিমানের এক যাত্রী বলেন, ‘আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল সকাল আটটা পাঁচ মিনিটে। ঘণ্টার পর ঘণ্টা আমরা এসে অপেক্ষা করছি। বারবার বলা হচ্ছে বিমান দেরিতে ছাড়বে। আমাদের কি সময়ের কোনও দাম নেই।’ আরেক যাত্রীর কথায়, এর আগেও একাধিকবার যাত্রীদের হয়রানির মুখে পড়তে হয়েছে।
নির্দিষ্ট ওই বিমান সংস্থার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। একাধিকবার ওই সংস্থার বিমান ছাড়তে দেরি হওয়ার কারণে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অন্যদিকে, বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সকালে দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কম থাকে। সেই কারণেই বিমান ছাড়তে কিছুটা দেরি হয়। পাল্টা যাত্রীদের বক্তব্য, সকাল ১০টার পর থেকে দৃশ্যমানতা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। তাছাড়া, বারবার বিমানের যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে। এভাবে হয়রানি করার কোনও যৌক্তিকতা নেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post