বিমান তখন মাঝ আকাশে। যাত্রীরাও নিজ নিজ সিটে বসে রয়েছেন। আর খানিক্ষণের মধ্যে বিমান অবতরণ করবে। নিরাপত্তার কারণে যাত্রীদের তখন নিজ আসনে বসে থাকতে নির্দেশ দিয়েছেন ফ্লাইট অ্যাটেনডেন্টরা।
এরই মধ্য়ে এক যাত্রীর আজব কীর্তি। আর সেই কীর্তিতেই বিমানে শোরগোল পড়ে গেল। যাত্রী বোঝাই ওই মহিলা যাত্রী যা আচরণ করলেন তা শুধু নিন্দনীয়ই নয়, বরং লজ্জাজনকও বটে! সকলের মাথা হেঁট হয়ে যাওয়ার জোগার তাঁর কীর্তিতে।
হঠাৎ বিমানের মধ্য়ে সকল যাত্রীদের সামনেই নিজের প্য়ান্ট খুলে উলঙ্গ হয়ে প্রসাব করতে বসে পড়েন ওই মহিলা। সকলে হইহই করে উঠতে অবশ্য উঠে পড়েন মহিলা। তবে ক্রু সদস্য ও যাত্রীদের গালাগালি দিতে থাকেন। যাত্রীদের খুনের হুমকিও দেন। কোনও এক যাত্রী পুরো ঘটনাটি নিজের ক্য়ামেরায় বন্দী করে পরে এক্স হ্যান্ডেলে আপলোড করলে মুহূর্তের মধ্য়ে তা ভাইরাল হয়। সোমবার (২৯ জানুয়ারি) অভিযোগ দায়ের করা হয়
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পেনসিলভেনিয়ার একটি আদালতে ২৯ জানুয়ারি একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ অনুসারে, ৬০ বছর বয়সী ডুলস হুয়েতার্স ২০ নভেম্বর রল্যান্ডো থেকে ফিলাডেলফিয়ার একটি ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের বিমানে উঠেছিলেন।
অভিযোগ, এই সময় তিনি দুইবার ককটেল পান করেছিলেন। বিমানটি অবতরণের সময় নিজের আসন থেকে উঠে শৌচালয়ে যেতে চান। সেই সময় ফ্লাইট অ্যাটেনডেন্ট নিরাপত্তার খাতিরে তাঁকে তাঁর আসনেই বসে থাকতে বলেন। আর এতেই ক্ষেপে ওঠেন মহিলা। কোনও ভাবেই অ্যাটেনডেন্টের কথা মানতে চাননি তিনি। দুই জনের মধ্য়ে তর্কাতর্কি শুরু হয়।
অভিযোগ, মহিলা ফ্লাইট অ্যাটেনডেন্টকে গালিগালাজ করেন এবং তারপর নিজের আসনে ফিরে যান। বিমান অবতরণ করার পর, মহিলা যাত্রীদের সাথে দুর্ব্যবহার শুরু করেন, যার পরে ফ্লাইট অ্যাটেনডেন্ট ক্যাপ্টেনকে জানান। ক্যাপ্টেন নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানান।
সেই সময় ওই মহিলা শৌচালয়ে যাওয়ার জন্য যাত্রীদের তাঁর পথ থেকে সরাতে ধাক্কা দিতে শুরু করেন। তবে ফ্লাইট অ্যাটেনডেন্ট ও অন্যরা তাঁকে বাধা দেন। এরপর মহিলা তাঁর প্যান্ট খুলে ফেলে সকলের সামনেই যাত্রীদের পায়ের কাছে প্রসাব করতে উদ্যত হন। সকলে হইহই করতে উঠতেই সোজা হয়ে দাঁড়ান। এরপর মহিলা দরজার দিকে তাড়াতাড়ি করে এগোতে থাকেন।
হুমকির সুরে যাত্রীদের বলেন, ‘আমায় যেতে দিন।’ ক্রু সদস্যরা তাঁকে বাধা দিলে গালিগালাজ শুরু করেন। যাত্রীদের প্রাণনাশের হুমকিও দেন। বর্তমানে ওই মহিলার বিরুদ্ধে আদালতে মামলা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post