মহামারী করোনার কারণে দেশে এসে ৬ মাসের বেশি আটকেথাকা প্রবাসীরা পুনরায় দুবাই ফিরতে পারবেন বলে জানিয়েছেন দেশটির রেসিডেন্স অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের পরিচালক মেজর সেলিম বিন আলী। তবে আটকেপড়া প্রবাসীদের অবশ্যই দুবাইর বৈধ রেসিডেন্স কার্ডধারী হতে হবে বলে জানিয়েছেন তিনি।
দুবাইয়ের প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, চলমান কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে ছয় মাসেরও বেশি সময় ধরে দেশের বাইরে আটকে থাকা দুবাই প্রবাসীরা পূনরায় দুবাই প্রবেশ করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাত এবং তারা যে দেশের মধ্যে অবস্থান করছে সেখানে যদি লক-ডাউন না থাকে তাহলে এই পক্রিয়ায় বৈধ অধিবাসীরা কোনও সমস্যা ছাড়াই দুবাইতে প্রবেশ করতে পারবেন।
তিনি আরো উল্লেখ করেন, কখনও কখনও এই পদ্ধতি বন্ধ থাকলে বা ভিসা বাতিল হলে প্রবেশের অনুমোদনের জন্য আবেদন বাতিল হতে পারে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে যদি অনুমোদন প্রত্যাখ্যান করা হয় বা উল্লেখ করা হয় যে আপনার আবাসনের অনুমোদন অবরুদ্ধ করা রয়েছে, সেক্ষেত্রে 200921 নাম্বারে অথবা 8008-1601615329404 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
এই ধরনের প্রত্যেকটি কেস আলাদা আলাদ ভাবে তদন্ত করে সমস্যার সমাধান করার কথা জানান এই কর্মকর্তা। যদি কোনও সমস্যা না থাকে এবং পূনরায় অনুমোদন মঞ্জুর হয় তবে যেকেউই সাধারণভাবে দুবাই প্রবেশ করতে পারবে। মেজর বিন আলী আরো বলেন, দুবাইর বাইরের প্রবাসীরা 0097143139999 এ নাম্বারে কল করতে পারবেন অথবা [email protected] এ একটি ইমেল পাঠিয়ে এ সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে বলা হয়েছে।
ওমানের সব সংবাদ দেখুন প্রবাস টাইম বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post