বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম ও লোগো ব্যবহার করে ফেসবুকে বেশকিছু ভুয়া পেজ ও গ্রুপ খুলেছে দুষ্কৃতকারীরা। এগুলোর মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিসহ নানা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে এসব পেজ ও গ্রুপগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিষেবা সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, ফেসইবুকে বিমানের নাম ও লোগো ব্যবহার করা ভুয়া পেইজ ও গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post