অভিবাসন আইন ভঙ্গ করার কারণে তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে তাদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন এর আওতায় আদালতে বিচারের উদ্দেশ্যে জনসাধারণের কাছে সন্ধান চায় কর্তৃপক্ষ।
সেই তিন বাংলাদেশি হলেন- ইসলাম শরিফুল, শরিফ এবং মোাম্মদ মামুনুর রশিদ। বিজ্ঞপ্তিতে এ ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কর্তৃপক্ষকে অবগত করতে বলা হয়েছে।
এবিষয়ে সরাসরি তদন্তকারী অফিসার, ইমিগ্রেশনের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাফিদা বিন্তি সুলাইমান, এনফোর্সমেন্ট ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার, পুত্রাজায়ার নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post