ইউটিউব একসময় শুধু বিনোদনের মাধ্যম ছিল। কিন্তু আজকাল এটি আয়ের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম থেকে ভ্লগাররা মাসে কয়েক লাখ মার্কিন ডলার পর্যন্ত আয় করতে পারে। এতে করে অনেক ছেলেমেয়ে বেকারত্ব থেকে মুক্তি পেয়েছে।
জেনে নিন কীভাবে ইউটিউব থেকে লাখ টাকা আয় করবেন-
অডিয়েন্স নির্ধারণ করুন
আপনার তৈরি ভিডিও ঠিক কোন অঞ্চলের দর্শকদের দেখাতে চাইছেন তা ঠিক করুন। সেই এলাকার দর্শকদের জন্য নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও তৈরি করুন। যেগুলো নির্দিষ্ট সময় অন্তর আপলোড করুন।
সঠিক বিষয় নির্বাচন করুন
ভিডিও তৈরির আগে সঠিক বিষয় নির্বাচন করুন। শুধুমাত্র সেই বিষয়ের উপরেই ভিডিও তৈরি করুন। এর ফলে একটা বড় সুবিধা পাবেন আপনি। তা হল দর্শকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হবে না। সেই নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করুন। এর ফলে অর্থ উপার্জনও তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা।
সরঞ্জামের দিকে নজর দিন
প্রতিটি ভিডিও হতে হবে উচিত ঝকঝকে এবং প্রফেশনাল। কারণ এর ফলে গ্রহণযোগ্যতা বাড়ে। ফলে ভিউ হবে অনেক বেশি। দ্রুত মনিটাইজ হওয়ার সম্ভাবনা থাকে।
যোগাযোগে টুল ব্যবহার করুন
নিয়মিত ভিডিও পোস্ট করুন। ভিডিওর সঙ্গে দিতে হবে সঠিক কি-ওয়ার্ড। নিজের ভিডিওতে সোশ্যাল মিডিয়া ও নিজের ব্লগিং ওয়েবসাইটের ট্র্যাফিক আনতে হবে। উল্লেখ্য, তবে সাধারণভাবে Youtube থেকে অর্থ উপার্জনের জন্য বেশ কয়েকমাস অপেক্ষা করতে হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post