মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে শপথ গ্রহণ করেছেন জোহরের সুলতান ইব্রাহিম। বুধবার (৩১ জানুয়ারি) রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল প্যালেসে এই শপথ অনুষ্ঠান হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ার রাজতন্ত্র অনেকটাই অনানুষ্ঠানিক। গত কয়েক বছর ধরে দেশটির রাজনৈতিক পরিস্থিতির প্রভাব সেখানর রাজতন্ত্রের ওপরও পড়েছে। দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতার লাগাম টানতে যে বিবেচনামূলক ক্ষমতা আগে কখনও ব্যবহার করা হয়নি তা এখন রাজাকে ব্যবহার করতে হচ্ছে।
দেশটিতে রাজতন্ত্রের অভিনব এক প্রথা রয়েছে। মালয়েশিয়ার ৯টি রাজ পরিবার রয়েছে। এখান থেকে পর্যায়ক্রমে পাঁচ বছরের জন্য একজন করে রাজা নির্বাচিত হন। তিনি মালয়েশিয়ার স্থানীয় ভাষায় ‘ইয়াং দ্য-পাতুয়ান আগং’ বা ‘রাজধিরাজ’ হিসেবে পরিচিত।
দেশটিতে তার আগে রাজা ছিলেন আল সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ। তার স্থলে নতুন করে আসীন হয়েছেন সুলতান ইব্রাহিম। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালনের পর নিজ এলাকা পাহাংয়ের প্রধান হিসেবে ফিরছেন আহমদ শাহ।
সুলতান ইব্রাহিম স্পষ্টবাদিতা ও অনন্য ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। যদিও মালয়েশিয়ায় রাজতন্ত্রকে রাজনীতির ঊর্ধ্বের বিষয় হিসেবে বিবেচনা করা হয়। তবে তিনি প্রায়ই রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলে থাকেন। তার আবাসন থেকে শুরু করে খনির ব্যবস্যা রয়েছে। এ ছাড়া তার সংগ্রহে বহু বিলাশবহুল গাড়ি ও মোটরবাইক রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post