ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ১৬০ বারের বেশি হামলা হয়েছে। এ ছাড়া লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধজাহাজে পর্যন্ত হামলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে ইরাক, সিরিয়া ও জর্ডানে মার্কিন সেনাদের ওপর ১৬০ বারের বেশি হামলা হয়েছে। লোহিত সাগরেও মার্কিন যুদ্ধজাহাজ হামলার শিকার হয়েছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজের দিকে প্রায় প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে।
এতদিন এসব হামলায় কোনো মার্কিন সেনা নিহত না হলেও গত রোববার (২৮ জানুয়ারি) জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি সেনা। গাজা যুদ্ধ শুরু হলে এই প্রথম এ অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত হয়েছে।
গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রকেও কিছুটা দায়ী মনে করে মধ্যপ্রাচ্যের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো। এ জন্য হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা করে আসছে এসব গোষ্ঠী। রোববারের হামলার পরও ইরানের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করে ওয়াশিংটন। তবে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post