ওমানের বিমানবন্দরে আগত সকল যানবাহন থেকেই পিসিআর পরীক্ষা করা যাবে। নতুন এই সিস্টেমে যানবাহনের জন্য বিশেষ লেন চালু করেছে ওমান বিমানবন্দর। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। আপাতত মাস্কাট এবং সালালাহ এয়ারপোর্ট থেকে এই পিসিআর টেস্টিং ড্রাইভ-থ্রু সুবিধা পাওয়া যাবে। পরীক্ষা করতে ইচ্ছুক সকলের জন্য বিমানবন্দরের অবস্থান মানচিত্রের দিকনির্দেশনা অনুযায়ী আসতে বলা হয়েছে বিবৃতিতে।
ওমানের করোনার বিস্তার ও সংক্রমণের সংখ্যা কমিয়ে সুস্থতার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পর্যালোচনা অব্যাহত রেখেছে দেশটির মজলিস আল শুরা। পর্যালোচনায় মন্ত্রীপরিষদের সুপারিশ পত্র জমা দেওয়ার আগে ওমান ওয়ার্কার্স জেনারেল ফেডারেশনের (জিএফডাব্লু) প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত সংলাপ অধিবেশনের ফলাফল নিয়ে আলোচনা করা হয় আজ।
আরো পড়ুনঃ ওমানে বিমানের টিকিট কালোবাজারি শনাক্ত
বৈঠকের সদস্যরা সরকারী সংস্থা দেশটির বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত দিকে নাগরিকদের প্রয়োজনীয়তা পূরণের বিষয়ে বিষদ আলোচনা করেন। মজলিস আল শুরার চেয়ারম্যান খালিদ বিন হিলাল আল মাআওয়ালির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন শুরার সেক্রেটারি-জেনারেল শেখ আহমেদ বিন মোহাম্মদ আল-নাদাবী ও শুরা’র সদস্যবৃন্দ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post