প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘প্রবাসীরা এ দেশের অর্থনীতির চাকায় গতি সঞ্চার করেন। তাই প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার খুবই আন্তরিক।’
‘প্রবাসীদের অনেক সমস্যা রয়েছে। তাদের সমস্যা সমাধানের জন্য প্রবাসী কল্যাণ সেল আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানেও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। কিছু পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।’
শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এখন আর প্রবাসীরা এয়ারপোর্টে আগের মতো হয়রানির শিকার হন না। এয়ারপোর্টে প্রবাসীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন সেদিকে আমরা খেয়াল রাখছি।’
এর আগে জেলা প্রেসক্লাবে সংবর্ধিত হন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post